অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলীয় শরণার্থীদের হাতে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল। ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি বিষয়টি প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে জানানোর পর তাঁর হস্তক্ষেপে শরণার্থীদের সম্মানজনকভাবে নিজ নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এএফপির খবরে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে অবৈধ অনুপ্রবেশকারী ও শরণার্থীদের চিহ্নিত করে আটক এবং ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার হয়। গত শনিবার ব্রাজিলের ৮৮ জন শরণার্থীসহ একটি বিমান যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়। এতে ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী ও আটজন বিমানকর্মীও ছিলেন। অভিযোগ ওঠে, শরণার্থীদের সবাইকে হাতকড়া পরানো হয়েছিল।
বিমানটি ব্রাজিলের বেলো হরাইজনতে নামার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে মিনাস গেরাইসে অবতরণ করে। সেখানেই স্থানীয় প্রশাসন শরণার্থীদের হাতে হাতকড়া দেখতে পায়।
ব্রাজিলের বিরোধী দলসহ বিভিন্ন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শরণার্থীদের অপরাধীর মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এর আগেও শরণার্থীদের ফেরত পাঠানো হলেও এবার যে পদ্ধতিতে তা করা হয়েছে, তা ব্রাজিলীয় প্রশাসনের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।