১৭ বছর পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
বালাগঞ্জ আওয়াজ:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির এই নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি প্রিজন্স (ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির।
লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হন। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে সাজা হয়েছিল, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল শুনানিতে এসব মামলায় একে একে খালাস পান তিনি।
সবশেষ ১৪ জানুয়ারি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান তিনি। আদালতের রায়ে বাবরের বিরুদ্ধে থাকা সব মামলা থেকে মুক্তি নিশ্চিত হয়, ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকেনি।
তার মুক্তির খবরে নেত্রকোনা-৪ আসনের জনগণসহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নেত্রকোনা ও ময়মনসিংহ এলাকায় নেতাকর্মীরা তোরণ নির্মাণ করেছেন। ঢাকার কারাগারের বাইরে তাকে বরণ করার জন্য নেতাকর্মীরা বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন।
লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তার মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তিনিও জনগণের সেবায় ফিরে যেতে উদগ্রীব।”
লুৎফুজ্জামান বাবরের মুক্তি ভাটি বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত করবে বলে তার সমর্থকরা আশাবাদ ব্যক্ত করেছেন।