বালাগঞ্জের কদমতলা ফুটবল লিগ ২০২৫-এর জমকালো উদ্বোধন
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কদমতলা মসজিদ সংলগ্ন মাঠে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ৪র্থ কদমতলা ফুটবল প্রিমিয়ার লিগ ২০২৫।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লীগের সূচনা হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ড্রিম টাইগার্স এবং গেম চ্যালেঞ্জার্স। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি মনোহর খান, সাবেক কৃতি ফুটবলার আছলাম খান, সাবেক ইউপি মেম্বার নেছাওর আলী, ক্রীড়ানুরাগী সুরমান আলী, মাসুকুর রহমান মজুর, আব্দুল হামিদ, মো. রাজু খান, জুনায়েদ আহমদ, আনোয়ার আলী, আব্দুল কামিল, উমর খান, আব্দুল জলিল মখন, মজলু মিয়া এবং বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল।
উদ্ভোদনী ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করেন- শাহনাজ |
অতিথিরা বেলুন উড়িয়ে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ তৈরি করবে এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে। লেখাপড়া পাশাপাশি তরুণরা যেন সময় নষ্ট না করে শারীরিক ও মানসিক বিকাশে মনোনিবেশ করতে পারে, সে জন্য এই টুর্নামেন্ট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অতিথিরা আরও বলেন, 'গ্রাম পর্যায়ে এ ধরনের লিগের আয়োজন তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে সহায়ক হবে।
'বিশেষ করে বর্তমান সময়ে মোবাইল গেম, ফ্রি ফায়ার এবং টিকটকের মতো আসক্তি থেকে দূরে রেখে তাদের সঠিক পথে পরিচালিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতিথিরা টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার জন্য প্রবাসী ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
খেলা চলাকালে মাঠে উপস্থিত দর্শকরা হাততালি ও উল্লাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে ৩টি দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। লীগ পর্ব শেষে শীর্ষ পয়েন্ট প্রাপ্ত দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
উদ্বোধনী দিনে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকের করতালি আর উচ্ছ্বাস মাঠের পরিবেশ আরও প্রাণবন্ত করে তোলেন।
উদ্বোধনী খেলা পরিচালনা করেন দিলহার মিয়া, সহকারি ছিলেন সায়াদ আহমদ ও নাহির আহমদ। উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।