পশ্চিম গৌরীপুরে ব্যারিস্টার এম এ সালামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

Winter Clothes Distribution by Barrister M A Salam in Paschim Gauripur

 পশ্চিম গৌরীপুরে ব্যারিস্টার এম এ সালামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলীয় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালামের উদ্যোগে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেটের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মাঠে প্রায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার এম এ সালামের বড় ভাই ও সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামাল মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমদ খালেদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নোহেল, বিএনপি নেতা আজাদ মিয়া, বালাগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ নামর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুতলিব, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সেফুল মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ মিজানুর রহমান, বিএনপি নেতা মাশুক মেম্বার, তৈয়ব মিয়া, ফারুল মিয়া, কনাই মিয়া, ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহ নেওয়াজ রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সুফিয়ান, ক্রীড়া সম্পাদক নিজাম আহমেদ, যুবনেতা সাদ মিয়া, ডা. মুন্না, শিহাব আহমদ, নোমান আহমদ, আব্দুল কাইয়ুম, মুমিনুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল ওয়াহিদ, আমিনুল ইসলাম, শিবলু মিয়া, বাবলু, নাইম, শ্রমিকদল নেতা জাহেদ আহমদ, আলি আকবর, জায়ফর আহমদ, শাহরুল ও রুবেল আলী।

উক্ত কর্মসূচি সফল বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন যুক্তরাজ্য যুবদলের সহ-প্রচার সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী শাহজাহান আহমদ। তার সার্বিক সহযোগিতা অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করেছে।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন