বালাগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭): ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা বিভাগের জমকালো ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান।
শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী খেলার পর বিকেলে ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। তিনি বলেন, "যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট কেবল ক্রীড়াপ্রেমকে উৎসাহিত করে না, এটি তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশের একটি মঞ্চ হিসেবেও কাজ করে।
তিনি আরও বলেন, আমরা স্কুল, কলেজ এবং ইউনিয়ন পর্যায় থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করে উপজেলা টিম গঠন করবো। এই টিম বালাগঞ্জের গৌরবকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেবে। এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু প্রতিযোগিতা নয়, তরুণদের মধ্যে শৃঙ্খলা, প্রতিযোগিতার মনোভাব এবং উন্নত ভবিষ্যতের স্বপ্ন তৈরি করতে চাই। এতো স্বপ্ন সময়ে সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটি শুধু খেলার আয়োজন নয়, এটি আমাদের তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি উদ্যোগ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশিকুর রহমান। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সাবুল আহমদ এবং ধারাভাষ্যকার সুলেমান হোসেন মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ভুঁইয়া, বালাগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্নআহবায়ক জয়দীপ চন্দ্র দাস, সাংবাদিক আবুল কাসেম অফিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, আয়োজক কমিটির সদস্য মাহমদ আলী, হুসেন আলী, আঞ্জব আলী, এমদাদ আহমেদ, মকবুল হুসেন ও রুহেল আহমেদ প্রমূখ।
ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় বিভাগেই বালাগঞ্জ সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক বিভাগে রানার্স-আপ হয় পূর্বপৈলনপুর ইউনিয়ন, আর বালিকা বিভাগে রানার্স-আপ হয় বোয়ালজুড় ইউনিয়ন।
ফাইনাল খেলায় প্রধান ম্যাচ রেফারি ছিলেন সাইদুল ইসলাম চৌধুরী। সহকারী ম্যাচ রেফারি রজব আলী ও রাশেদ জামান আঞ্জব।