পশ্চিম গৌরীপুর দারুল কোরআন হাফিজিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত





   

পশ্চিম গৌরীপুর দারুল কোরআন হাফিজিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দারুল কোরআন হাফিজিয়া দাখিল মাদ্রাসা (সারসপুর-খুজগীপুর) কর্তৃক আয়োজিত ২৩তম বার্ষিক ওয়াজ মাহফিল মঙ্গলবার (২১ জানুয়ারি) মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।


মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন আওলাদে রাসুল (সা.) ও ভারতের উজানডিহি দরবার শরীফের পীর আল্লামা সায়্যিদ খালিদ আহমদ মাদানি ওয়াল হোসাইনি।


প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আল্লামা মুফতি মনজুর হোসাইন খন্দকার, প্রিন্সিপাল আন-নুর মাদ্রাসা ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদি অধ্যক্ষ মাদার বাজার এফ.ইউ সিনিয়র মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী (মৌলভীবাজার), হযরত মাওলানা আব্দুল মুছাব্বির রাঙাপুরী, বাদেদেওরাইল ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ আলী, হযরত মাওলানা পিয়ার মাহমুদ উপধ্যক্ষ, মিরারবাজার মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল হাফিজ সুনামগঞ্জ, মাওলানা মোবারক হোসেন ফেঞ্চুগঞ্জ, ক্বারি জয়নাল আবেদিন।

মাদ্রাসার সুপার মাওলানা নওশাদ আহমদ, সহকারী শিক্ষক ও নতুন জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক, হিফজ বিভাগের প্রধান হাফিজ ক্বারি আলী আহমেদও বক্তব্য রাখেন।



মাহফিলে ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


প্রধান আলোচক বলেন, “সঠিক আকিদার সঙ্গে অল্প আমল করেও জান্নাত লাভ করা সম্ভব, পক্ষান্তরে বাতিল আকিদা পোষণ করে বেশি আমল করলেও কোনো লাভ নেই; বরং বদ আকিদার কারণে জাহান্নামী হতে হবে।”


মিলাদ কিয়াম শেষে দেশ, প্রবাস ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সেক্রেটারি মাওলানা ছালেহ আহমদ বলেন, এলাকার জনগণ ও প্রবাসীদের সহযোগিতা পেলে মাদ্রাসার জন্য নতুন ভবন নির্মাণ সম্ভব হবে। এই মাদ্রাসা দুনিয়া ও আখেরাতের মুক্তির উছিলা হয়ে থাকবে। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন