গহরপুর জামিয়ার ফুযালা ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী বৃহস্পতিবার

এসএম হেলাল : উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা হাফিজ নূরউদ্দিন আহমদ গহরপুরী (রহ.)-এর স্মৃতিধন্য প্রতিষ্ঠান ‘জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর’-এ ফুযালা ও প্রাক্তন ছাত্রদের এক মহামিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতি বার (২৩ জানুয়ারি) দিনব্যাপী এই জমকালো পুনর্মিলনীতে অংশ নেবেন সিলেট জেলায় অবস্থানরত ফুযালারা। জানাগেছে, বর্ণাঢ্য এই আয়োজনে মধ্যে থাকবে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ, বিশেষ নসিহতসহ নানা কর্মসূচি। এতে জামিয়ার ঐতিহ্যবাহী প্রাঙ্গণে ফুযালা ও প্রাক্তন ছাত্রদের একত্রিত হওয়ার এই সুযোগ তাঁদের মধ্যে ভ্রাতৃত্ব ও স্মৃতির নতুন সেতুবন্ধ রচনা করবে। দিনব্যাপী আয়োজনকে ঘিরে প্রাক্তন ছাত্রদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ (রাজু) সাহেবজাদায়ে গহরপুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের বিশিষ্ট মুহাদ্দিস হযরত আল্লামা মুহাম্মদ আফযাল কাইমুরি (ভারত)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন