এসএম হেলাল:
বালাগঞ্জ উপজেলার জামালপুর তোহফা ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের নতুন বছরের ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামে ফ্রান্স প্রবাসী সমাজকর্মী রাসেল আহমেদের বাড়িতে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোহফা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোছাদ্দিক আহমদ এবং সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর গ্রামের মুরব্বি আব্দুল মুনিম মাফিক, হুমায়ুন রশিদ, শাহ আনছার, নিজাম উদ্দিন, সহিদ আহমদ, রুহেল আহমদ, পুতুল মিয়া, রফিক মিয়া, ক্যালেন্ডারের স্পন্সর ও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক রুবেল আহমদ মিশু এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল।
তোহফা ফাউন্ডেশনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সামছি রাহিম, প্রচার সম্পাদক আব্দুর রুপ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল-আমিন, সদস্য আব্দুল্লাহ নাবিল ফাহিম, ফাহিম আহমদ, হালিম আহমদ, সুজেল আহমদ, সামছুল ইসলাম শাহী, মাহি আহমদ, আব্দুল কাইয়ুম, রাকিব আলী, মুজাক্কির আহমদ, তাহমিদ আহমদ, নাইম খান, আমিনুল ইসলাম সজীব, এবং তারেক আহমদ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক রুবেল আহমদ মিশুকে পরপর তিনবার ক্যালেন্ডার স্পন্সর করার জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর উদারতা ও সমাজকল্যাণে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হয়।
আনুষ্ঠানিকতার শেষে সকলের জন্য ক্ষীর শিরনীর বিশেষ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।