সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইটে অনিশ্চয়তা, প্রবাসীদের দাবি ফ্লাইট সংখ্যা বাড়ানোর
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট রুটটি ২০২০ সালে চালু হওয়ার পর থেকে প্রবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছিল। এতদিন এই রুটে তিনটি ফ্লাইট পরিচালিত হলেও, গত অক্টোবর থেকে একটি ফ্লাইট বন্ধ হয়ে গেছে। এছাড়া, এপ্রিলের পর থেকে অনলাইনে টিকিট বুকিং বন্ধ রাখা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা দাবি করছেন, ফ্লাইট বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বরং হজ মৌসুমের কারণে টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
নর্থ ইংল্যান্ডে বসবাসরত প্রায় আড়াই থেকে তিন লাখ প্রবাসীর মধ্যে অধিকাংশই সিলেটের। বার্মিংহাম, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার এবং স্কটল্যান্ডের প্রবাসীরা এই ফ্লাইট রুট ব্যবহার করে নির্বিঘ্নে দেশে আসা-যাওয়ার সুযোগ পান। সরাসরি ফ্লাইটের কারণে সময় ও ভোগান্তি কমে যাওয়ায় এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফ্লাইট বন্ধের আশঙ্কায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে তাদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী হয়।