বালাগঞ্জের শিওরখাল গ্রামে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল ও গ্রামীণ মেলা সম্পন্ন
এসএম হেলাল:
বালাগঞ্জের ঐতিহ্যবাহী শিওরখাল গ্রামে অনুষ্ঠিত হয়েছে সুলতানুল আউলিয়া হযরত শাহ জালাল (রহ.)-এর সফরসঙ্গী হযরত মোহাম্মদ শহীয়াল (কালা শাহ) (রহ.)-এর স্মৃতি বিজড়িত স্থানে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও গ্রামীণ মেলা। দু’দিনব্যাপী এই আয়োজন শেষ হয় শুক্রবার (১০ জানুয়ারি) সকালে । গত ৮ ও ৯ জানুয়ারি আয়োজিত এই মাহফিলে দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম-ওলামারা অংশগ্রহণ করেন। তারা ধর্মীয় জ্ঞান, আধ্যাত্মিক শিক্ষা এবং নসিহত পেশ করে শোনান মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামি শিক্ষার গুরুত্ব। দ্বিতীয় দিন গভীর রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরের শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল হাই উমরপুরী। এর আগে, প্রথম দিনের সমাপনী মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুর রহমান (কলুমার হুজুর)। উভয় দিনের মোনাজাতে এলাকার ধর্মপ্রাণ মানুষ আল্লাহর রহমত, ক্ষমা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় অশ্রুসিক্ত হয়ে প্রার্থনা করেন।
অন্যদিকে ওয়াজ মাহফিলের পাশাপাশি শিওরখাল গ্রামে বসে এক জমজমাট গ্রামীণ মেলা। দু’দিনব্যাপী এই মেলায় ছিল ছোট-বড় মাছ, ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, কসমেটিকসহ নানান পণ্যের সমারোহ। নারী-পুরুষ নির্বিশেষে সকল বয়সের মানুষের পদচারণায় মেলা রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়। বিশেষ করে স্থানীয় পণ্য প্রদর্শনী ও বিকিকিনিতে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হয়। গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রম ও একতাবদ্ধ প্রচেষ্টায় আয়োজিত এই মাহফিল ও মেলা শিওরখালের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।
আয়োজক কমিটির সদস্য ও গ্রামবাসী কয়েকজনের সাথে আলাপকালে হাজী তাজ উল্লাহ, তজমুল আলী, আইয়ুব উল্লাহ্ মেম্বার, মুসলিম আলী, মাওলানা এনামুল হক, মাওলানা সুফিয়ান খান, চিকিৎসক সোহেল আহমদ, সাংবাদিক শাহ মো. হেলাল, মাওলানা আব্দুল মান্নান, মনোয়ার হোসেন ময়না, হাফিজ জাহিদুল ইসলাম, প্রবাসী আব্দুল মালেক, হাফিজ মিজানুর রহমান ও এহিয়া আহমদ প্রমূখ ব্যক্তিরা জানান, এই আয়োজন ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে বিশেষ ভূমিকা পালন করেছে। তাঁরা মনে করেন, এ ধরনের আয়োজন শুধু আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করেই থেমে থাকে না; বরং এটি সামাজিক উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই মাহফিল আয়োজনের পরিকল্পনার কথা জানান।