যুক্তরাজ্য প্রবাসী ও সমাজকর্মী শেখ নূরে আজম গ্রামবাসীর সঙ্গে এক মতবিনিময় করেছেন।
সোমবার(১০ফেব্রুয়ারি) রাতে বালাগঞ্জের গহরপুর বড়জমাত গ্রামে তাঁর নিজবাড়িতে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শেখ নূরে আজম আনুষ্ঠানিকভাবে আগামী দেওয়ানবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসে থাকলেও আমার মন সবসময় আমার এলাকার মানুষের জন্য কাঁদে। দীর্ঘদিন ধরে সমাজসেবার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন আমি আরও ব্যাপক পরিসরে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আমি চেয়ারম্যান পদে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি কারন আমার এলাকার সর্বস্তরের জনসাধারণ আমাকে অনুপ্রেরণা দিয়েছেন।। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েতের বিশিষ্ট মুরব্বি আব্দুল বারী।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নেছাওর আলী, প্রবীণ মুরব্বি আব্দুল মন্নান, হাবিবুর রহমান, শাহ আব্দুস ছত্তার, মানিক মিয়া, সমাজকর্মী আফসার আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বর্তমান সহসভাপতি শাহ মো. হেলাল, যুবনেতা লিটন আহমদ, ইমরান আহমদ বিজয়, শেখ মুজাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।