যুক্তরাজ্য প্রবাসী শেখ নূরে আজমের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

"Sheikh Nure Azam: Extending Warmth and Kindness to the Needy in Balaganj."
যুক্তরাজ্য প্রবাসী শেখ নূরে আজমের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


সিলেটের বালাগঞ্জে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী শেখ নূরে আজম। তাঁর পারিবারিক উদ্যোগে এই মহতী কার্যক্রমের মাধ্যমে প্রায় ২০০ দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। 

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নূরে আজম নিজেই। তিনি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল বারী।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমাজসেবী আফসার আহমদ, লিটন আহমদ, ইমরান আহমদ বিজয়, কাওসার রশীদ মিহির, শেখ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ জাবের প্রমুখ।

কম্বল বিতরন অনুষ্ঠানে শেখ নূরে আজম বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। প্রবাসে থাকলেও আমি সবসময় চাই,।আমার এলাকার মানুষের জন্য কিছু করতে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে যদি শীতার্ত মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটাতে পারি, তাহলেই নিজেকে ধন্য মনে করবো। আমি সকলের দোয়া ও ভালোবাসার কামনা করি, যাতে ভবিষ্যতে আরও বেশি মানুষের জন্য কাজ করতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শেখ নূরে আজমের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  ভবিষ্যতেও এমন সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন