যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী শেখ নূরে আজম তাঁর সহপাঠি প্রিয় বন্ধু মোঃ আকমল হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আকমল ছিলেন আমাদের খুব প্রিয় সহপাঠী। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিন। তিনি সকলের কাছে মরহুমের জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মোঃ আকমল হোসেন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ইন্তেকাল করেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।