গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন


বালাগঞ্জের গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার  (১১ ফেব্রুয়ারি) দুপুরে একাডেমির মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজকর্মী শেখ নুরে আজম। 

তিনি বলেন, এলাকার নারী শিক্ষার প্রসার ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও আমি এ প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য পাশে থাকব ইনশাআল্লাহ। 

একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মতিনের সভাপতিত্বে

আয়োজিত এ অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন একাডেমির সাবেক সভাপতি ও বর্তমান স্পেন প্রবাসী গোলাম মোস্তফা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং  উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও মো. খায়রুল ইসলাম, উইমেন্স মেডিকেল কলেজের সিনিয়র একাউন্টেট তানিম আহমদ, একাডেমির প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম,

সাংবাদিক জিল্লুর রহমান, এসএম হেলাল ও তরুণ শিক্ষানুরাগী শেখ মুজাহিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী তাজকিয়া জান্নাত ইকরা।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন