সেবামূলক কাজের প্রত্যয়ে, পাশে আছি নির্ভয়ে"—এই আদর্শকে সামনে রেখে পথচলা গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স-এর সহ সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. আব্দুল জলিল-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বালাগঞ্জের সিরাজপুর গ্রামে প্রবাসী মো. আব্দুল জলিলের নিজ বাড়িতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিনের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা প্রবাসী আব্দুল জলিলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও প্রবাসী আব্দুল জলিলের ভাই আব্দুল লতিব ও মো. সফা মিয়াসহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণ করে মো. আব্দুল জলিল বলেন, আজ নিজ এলাকার ছাত্রসমাজ ও তরুণদের ভালোবাসা ও সম্মান পেয়ে আমি অভিভূত। এই ভালোবাসা আমাকে আরও জনকল্যাণে কাজ করার উৎসাহ দেবে। তিনি সমাজিক সংগঠন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।