বিবিদইল মোল্লারবন ইয়াং সোসাইটি মিডবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন




বিবিদইল মোল্লারবন ইয়াং সোসাইটি মিডবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: যুবসমাজকে ক্রীড়ামুখী করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ-মকসুদুল করিম নুহেল


সিলেটের দক্ষিণ সুরমার বিবিদইল মোল্লারবন মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিবিদইল মোল্লারবন ইয়াং সোসাইটি মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনে আয়াত একাদশ দক্ষিণ সুরমা রাহেদ এফসি দয়ামীর, ওসমানীনগরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের হওয়ার  গৌরব অর্জন করে।


ফাইনাল ম্যাচে আয়াত একাদশের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। তাদের সুসংগঠিত আক্রমণ, শক্তিশালী রক্ষণভাগ ও অসাধারণ গোলদানের দক্ষতা দর্শকদের মুগ্ধ করে তোলে। খেলার শুরু থেকেই আয়াত একাদশ প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে এবং একের পর এক দৃষ্টিনন্দন গোল করে জয় নিশ্চিত করে।


অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মকসুদুল করিম নুহেল তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে ক্রীড়ামুখী করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শক্তি, ধৈর্য ও একতার প্রতীক। তরুণদের সুস্থ বিনোদন ও শৃঙ্খলিত জীবনের পথে রাখতে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

আজকের এই আয়োজন স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে এবং তাদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখবে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা এত সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিয়েছেন।

তিনি আরও বলেন, সিলেটের ফুটবল ঐতিহ্য অনেক সমৃদ্ধ। আমাদের তরুণ খেলোয়াড়রা প্রতিভাবান, শুধু প্রয়োজন তাদের উপযুক্ত সুযোগ ও অনুপ্রেরণা প্রদান। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট যেন আরও বড় পরিসরে আয়োজন করা হয়, সে জন্য আমি আয়োজকদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি।

তিনি ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—লালাবাজার ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার মো. আঙ্গুর মিয়া, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহসাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনহার আহমদ মারনুছ, তেতলী ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়সল আহমেদ বাবলু, কামালবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলাম সারক, সিলাম ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার আহমদ, ফ্রান্স যুবদল নেতা ও গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল আহমেদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল প্রমূখ।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রবীণ মুরব্বি মো. জিলা মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন লালাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমদ এবং সিলেট জেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে  পুরস্কার তুলে দেন।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন