বালাগঞ্জের গহরপুরে বড় জমাত যুবসমাজের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতায় ক্বেরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় বড় জমাত জামে মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল আয়োজন করা হয়, যেখানে প্রবীণ ও নবীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন।
ইফতার মাহফিলের আগে, বাদ জোহর একই স্থানে মক্তব ভিত্তিক ক্বেরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ছাত্রদের মধ্যে যারা ক্বেরাত প্রদর্শনীতে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে বিকেলে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও বড় জমাত পঞ্চায়েত কমিটির সভাপতি খালেদ আহমদ, বিশিষ্ট সমাজকর্মী ও বড় জমাত পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, সাবেক ইউপি সদস্য ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজমান আলী, জামিয়া গহরপুর সিলেটের শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট ময়নুল ইসলাম, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক শাহ মো. হেলাল, যুবসমাজের অন্যতম সদস্য ও ইতালি প্রবাসী নাজমুল ইসলামসহ গ্রামের প্রবীণ ও যুবসমাজের অনেকে।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যের মাস। এমন আয়োজন সমাজের বন্ধনকে আরও দৃঢ় করে এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করে। তাঁরা যুবসমাজের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বড় জমাত জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোশারফ হোসাইন। পরে একসঙ্গে ইফতার গ্রহণ করা হয়।