সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বালাগঞ্জের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট থেকে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এই ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। মানুষের ভালোবাসায় সিক্ত এই আয়োজনে নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
এরপর এমএ খান অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমানের সঞ্চালনায় মাহফিলটি একাত্মতার প্রতীক হয়ে ওঠে।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমাদের উচিত দল-মত নির্বিশেষে মানবতার কল্যাণে কাজ করা। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। তিনি আরও বলেন,'জনগণের মুক্তির একমাত্র পথ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন'।
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর প্রসঙ্গে তিনি বলেন—
আজও আমরা আমাদের প্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান পাইনি। তার পরিবারের দীর্ঘ অপেক্ষার অবসান হওয়া উচিত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে প্রধান অতিথি বলেন তিনি আমাদের আন্দোলন-সংগ্রামের মূল প্রেরণা। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং ইনশাআল্লাহ, গণতন্ত্র পুনরুদ্ধার করব।
অনুষ্ঠানের শেষ অংশে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান, দেশ ও জাতির কল্যাণ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাহফিলে সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
জেলা ও উপজেলা বিএনপি এবং অংঙ্গ সংগঠনের নেতৃৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মো. লুৎফুর রহমান, রুবেল আমিনুর, আব্দুল বারী, আব্দুল বাছিত, জোনাব আলী, তোফায়েল আহমেদ সুহেল, নজরুল ইসলাম, ইউনুছ আলী, মাওলানা মনির হোসাইন, সাইফুল আহমদ সেফুল, হুমায়ুন কবির, আব্দুল মুকিত শরীফ, আফজল হোসেন, মো. চুনু মিয়া,মখদ্দছ আলী, মনসুর আহমদ,আবুল ফাতেহ ফাত্তাহ, সালমান আহমদ, উসমান আলী, ফয়ছল মাহমুদ, নোমান লস্কর, ফুজায়েল খাঁন সাজু, আশরাফুল ইসলাম, জামাল ভুইয়া, লিটন আহমদ, এমরান আহমদ বিজয়সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।