সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে খাঁইশাপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
গ্রামের আলেমসমাজ, প্রবাসী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, ছাত্র জনতাসহ নানা পেশার ও বয়সের মানুষ একসঙ্গে ইফতারে অংশ নেন। শুধু জামালপুর নয়, আশপাশের গ্রাম থেকেও কিছু মেহমান এই মাহফিলে যোগ দেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
হাফিজ রেজাউল ইসলামের মনোমুগ্ধকর পবিত্র কুরআন তিলাওয়াত এবং সংগঠনের সহসভাপতি মাওলানা ফয়জুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাগফিরাত কামনায় এক হৃদয়স্পর্শী দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামালপুর খাঁইশাপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মামুনুর রশীদ।
Tags
sylhet news