অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (VOA)-র ১৩০০ জনেরও বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে দুটি আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমের তহবিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সরকার-অর্থায়িত মিডিয়া নেটওয়ার্কের মূল সংস্থা এবং আরও ছয়টি ফেডারেল সংস্থা বন্ধের নির্দেশ দেওয়ার একদিনের মাথায় এ সিদ্ধান্ত কার্যকর করা হলো।
রবিবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভয়েস অব আমেরিকার সাংবাদিক, প্রযোজক ও অন্যান্য কর্মীদের শনিবার থেকেই প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ফলে প্রায় ৫০টি ভাষায় সম্প্রচারিত একটি বৈশ্বিক সংবাদমাধ্যম কার্যত অচল হয়ে পড়েছে।
ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ এক আবেগঘন বার্তায় বলেন, "৮৩ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকাকে নীরব করে দেওয়া হলো। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য এটি ছিল অপরিহার্য এক মাধ্যম।
এদিকে, শুধু ভয়েস অব আমেরিকাই নয়, এর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (USAGM)-র অধীনে থাকা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়া-র অনুদানও বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে রাশিয়া, ইউক্রেন, চীন ও উত্তর কোরিয়ার মতো অঞ্চলে স্বাধীন সংবাদ প্রচারে বড় সংকট তৈরি হয়েছে।
বিশ্বজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সংবাদমাধ্যমগুলোর হঠাৎ অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।