সোমবার (১৭ মার্চ) পত্রিকার রায়নগর রাজবাড়ী নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই মাহফিলে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। সবচেয়ে হৃদয়ছোঁয়া ছিল স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষকদের উপস্থিতি, যারা এই মিলনমেলাকে আরও পবিত্র আর অর্থবহ করে তুলেছিল।
মাহফিলের পুরো আয়োজনজুড়ে ছিল এক অন্যরকম আবেগ, এক অনন্য সৌহার্দ্যের আবহ। একে অপরের খোঁজখবর নেওয়া, গল্প-আড্ডায় মেতে ওঠা আর আত্মার টানেই যেন সবাই এখানে সমবেত হয়েছিলেন। রমজানের এই পবিত্র ক্ষণে সবার একত্রিত হওয়া যেন প্রমাণ করছিল— ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনই আমাদের সবচেয়ে বড় শক্তি।
এদিকে আমন্ত্রিত অতিথিদের আন্তরিক স্বাগত জানান দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মো. মুজিবুর রহমান, স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপু ও স্টাফ ফটোগ্রাফার তারেক চৌধুরী রাহেল।
উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে অতিথিরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই আয়োজনকে ‘ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত’ বলে অভিহিত করেন।
ইফতারের পুর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। যেখানে দেশ, জাতি, সমাজ ও সংবাদপত্রের উন্নতি, শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মানবতার জন্য হৃদয় নিংড়ানো দোয়া করা হয়। মোনাজাতের প্রতিটি শব্দে যেন মিশে ছিল ভালোবাসা, আশীর্বাদ আর আল্লাহর সন্তুষ্টি লাভের আকুল আবেদন।
এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল ছিল না, ছিল এক হৃদয়ের বন্ধন, ছিল এক ভালোবাসার মিলনমেলা—যেখানে একত্রিত হয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল ভেদাভেদ ভুলে, একসঙ্গে, এক অভিন্ন সুরে।