গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর সভাপতি লকুছ মিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর সভাপতি লকুছ মিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



পবিত্র রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স কমিটির সভাপতি জনাব লকুছ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ ২০২৫) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামে সংগঠনের সভাপতি লকুছ মিয়ার নিজ বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আলী খান, সংগঠনের উপদেষ্টা ছালিক মিয়া, সাধারণ সম্পাদক এনামুল হকের বড় ভাই শালিস ব্যক্তিত্ব মো. তজমুল মরির, সভাপতির লকুছ মিয়ার বড় ভাই মো. খছরু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদের বড় ভাই শামীম আহমেদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের বড় ভাই সমাকর্মী নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বিলাল আহমদের পিতা প্রবীণ মুরব্বি মো. মখলিছ মিয়া, সহ-সভাপতি ফখরুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম, প্রচার সম্পাদক ফুজায়েল আহমদের বড় ভাই সুমেল আহমেদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আজহার ইসলামের বড় ভাই রায়হান আহমেদ, কার্যনির্বাহী সদস্য সুলাইমান আহমেদের বড় ভাই ওলি আহমেদ এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলালসহ এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।



মাহফিলটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক উপস্থিত সকল অতিথি, সংগঠনের সদস্য এবং আয়োজক সংগঠনের সভাপতি লকুছ মিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনাদের সম্মানিত উপস্থিতি ও ভালোবাসা আমাদের এই আয়োজনকে সফল ও অর্থবহ করেছে। বিশেষ করে, সংগঠনের সভাপতি মো. লকুছ মিয়ার অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এত সুন্দর একটি মাহফিল আয়োজন সম্ভব হয়েছে। আমরা কৃতজ্ঞ সকল অতিথি ও শুভাকাঙ্ক্ষীর প্রতি, যাঁরা আমাদের পাশে থেকে দোয়া ও উৎসাহ দিয়ে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করেছেন। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার জন্য আপনাদের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করি।

সুদূর প্রবাস থেকে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে লকুছ মিয়া বলেন, আপনাদের এই আন্তরিক উপস্থিতি ও ভালোবাসা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। আমি কৃতজ্ঞ ও চিরঋণী, বিশেষ করে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স কমিটির জন্য আপনাদের দোয়া চাই, যেন আমরা মানুষের কল্যাণে আরও কাজ করতে পারি।

ইফতার মাহফিলে উপস্থিত সবাই সংগঠনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত ও সভা পরিচালনা করেন খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন