বালাগঞ্জে জনকল্যাণ বাজারে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

বালাগঞ্জে জনকল্যাণ বাজারে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে 

পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা এক মনোমুগ্ধকর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ)  স্থানীয় জনকল্যাণ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এই আয়োজন সম্পন্ন হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ জামায়াতে ইসলামীর নেতা ডা. নাসির উদ্দীন এবং পরিচালনা করেন ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. চুনু মিয়া।  

বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ কুতুব উদ্দিন আহমদ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এডভোকেট রহমত আলী, সহসাধারণ সম্পাদক মো. আমির আলী, কানাডা প্রবাসী জামায়েত নেতা ডা. আব্দুল হান্নান, ইউনিয়ন জামায়ের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, অনুষ্ঠানের সমন্বয়ক ও ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আশরাফুল আলম, ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও সাবেক ইউপি সদস্য আহমদ আলী, ইউনিয়ন যুব জামাতের সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুব জামাতের নেতা আকতার আহমেদ, আব্দুল্লাহ আল ফাহিম প্রমূখ। 


এ সময় বক্তারা  রমজানের শিক্ষা, ইসলামের সামাজিক কল্যাণমূলক দিক এবং দেশ ও জাতির কল্যাণে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

ইফতারের পুর্ব দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে এক মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা লোকমান আহমদ।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন