গহরপুর রিক্সা শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক মালেক আহমেদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার
(১৬ মার্চ) বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ মাহফিলে গহরপুর রিক্সা শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে একত্রিত হয়ে ইফতার করেন।
মাহফিলের মূল পর্বে শ্রমিকদের কল্যাণ, এলাকার সুখ-শান্তি, দেশের উন্নতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া গহরপুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ মাওলানা সালাহ উদ্দিন।মিসবাহ।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মাওলানা আজমান আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, সমাজকর্মী আব্দুল মতিন, হাফিজ জুনেল আহমদ, হারুন মিয়া, জামাল ভুইঁয়া প্রমূখ।
মাহফিলের আয়োজক মালেক আহমেদ তার শুভেচ্ছা বক্তব্যে শ্রমিকদের একতা এবং ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা এই মাহফিলে উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত করেছেন, এতে আমরা আনন্দিত। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।