কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, “স্থানীয়দের বরাত দিয়ে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো একটি ট্রেনের নিচে পড়ে তারা মারা গেছেন। তবে ঠিক কোন ট্রেনটি দুর্ঘটনার জন্য দায়ী, সেটি এখনো জানা যায়নি।”
তিনি আরও জানান, “খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি এবং বুড়িচং থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
Tags
ভাইরাল খবর