বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন।

রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।

নিহত দিদারুল হক নেত্রকোনা জেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের বাসিন্দা। তিনি হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমিতে শিক্ষকতা করতেন।

খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, ঘটনার সময় দিদারুল হক বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে মাদ্রাসায় প্রবেশ করছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে। স্থানীয়রা পরে মাদ্রাসার মাঠে গিয়ে দিদারুল হককে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয় একজন পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পরে মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন