দীনের আলো ছড়াতে সুলতাপুর মাদ্রাসায় 'মুহিউস সুন্নাহ ভবন'র ভিত্তিপ্রস্তর

দীনের আলো ছড়াতে সুলতাপুর মাদ্রাসায় 'মুহিউস সুন্নাহ ভবন'র ভিত্তিপ্রস্তর

ঐতিহ্যবাহী  সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর সুলতানপুরে অবস্থিত হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসায় বুধবার (২৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হলো এক মহিমান্বিত আয়োজন—‘মুহিউস সুন্নাহ ভবন’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ ও শায়খুল হাদিস হযরত মাওলানা বিলাল বাওয়া (ইংল্যান্ড)। তাঁর উপস্থিতি ও নসিহত পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও আবেগময় ও তাৎপর্যপূর্ণ।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মুহতামিম  মাওলানা রেদওয়ানুল হক রাজু এবং পরিচালনা করেন শিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নূরুল ইসলাম খান (সুনামগঞ্জ), শায়খুল হাদিস হযরত মাওলানা শফিকুল হক (সুরাইঘাটি), হযরত মাওলানা আশরাফ মাকদাম (ইংল্যান্ড), হযরত মাওলানা মাহমুদ হুসাইন ( শায়খুল হাদিস জামেয়া দরগাহ), মাওলানা আব্দুস সোবহান (মুহতামিম কাজিরবাজার মাদ্রাসা), হযরত মাওলানা মুহিউল ইসলাম বুরহান (মুহতামিম জামিয়া রেঙ্গা), হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী (শিক্ষাসচিব জামিয়া দরগাহ) , হযরত মাওলানা শামসুল ইসলাম সিদ্দিক (ইংল্যান্ড), হযরত মাওলানা মুশতাক খান (খতিব বন্দরবাজার জামে মসজিদ, সিলেট)  হযরত মাওলানা আব্দুল হাই উমরপুরী (শায়খুল হাদিস জামিয়া গহরপুর) , হযরত মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি 

ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান, বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম ফয়েজ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক

জিল্লুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসা শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি একটি দীনি আন্দোলনের প্রাণকেন্দ্র, একটি তাওহীদী আলোয় আলোকিত জনপদ। এখানে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থাপনায় দাওরায়ে হাদিস পর্যন্ত উচ্চতর ইসলামি শিক্ষা দেওয়া হয়।

এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেবল দেশেই নয়, বহির্বিশ্বেও দীনের খেদমতে নিয়োজিত হয়ে নিজেদের মেধা, দক্ষতা ও তাকওয়ার পরিচয় দিয়ে যাচ্ছেন। হাজারো ছাত্র-ছাত্রী আজ ইমামতি, শিক্ষকতাসহ  গবেষণাক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত।

এ দিকে  অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস হযরত মাওলানা আনোয়ারুল হক চৌধুরী

মহিউস সুন্নাহর নামানুসারে এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন  একটি ঐতিহাসিক মাইলফলক। 

আলেমসমাজের মতে, মুহিউস সুন্নাহ ভবন একদিকে যেমন অবকাঠামোগত সক্ষমতা বাড়াবে, তেমনি আধুনিক ও সংগঠিত দারুল উলুমের আদলে দীনি শিক্ষাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

অনুষ্ঠানের শেষ পর্বে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও ঐক্য কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন