চারটি বিয়ে করে বিপাকে বৃদ্ধ, নারী নির্যাতনের মামলায় তুরাগ থানায় হাজির | জানালেন আসল ঘটনা

চারটি বিয়ে করে বিপাকে বৃদ্ধ, নারী নির্যাতনের মামলায় তুরাগ থানায় হাজির | জানালেন আসল ঘটনা

রাজধানীর তুরাগ থানায় নারী নির্যাতনের মামলায় হাজির হয়েছিলেন এক বৃদ্ধ ব্যক্তি, যিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি সামনে আসে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তুরাগ থানায় পরিদর্শনে যান এবং সরাসরি ওই বৃদ্ধের সঙ্গে কথা বলেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বৃদ্ধের কাছে জানতে চান— “আপনার বিরুদ্ধে কে মামলা করেছে?” জবাবে বৃদ্ধ বলেন— “নারী নির্যাতনের মামলা।” পাশেই থাকা পুলিশ কর্মকর্তা তখন জিজ্ঞেস করেন, “এই বয়সে আবার বিয়ে করেছেন কেন?” তখন স্বরাষ্ট্র উপদেষ্টা পাল্টা প্রশ্ন করেন, “কয়টি বিয়ে করেছেন?” জবাবে বৃদ্ধ বলেন, “চারটি বিয়ে করেছি।” এ উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন— “মাশাল্লাহ”।

বৃদ্ধ ব্যাখ্যায় জানান, তার প্রথম দুই স্ত্রী মারা গেছেন। তৃতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়। এরপর চতুর্থবার বিয়ে করেন। বর্তমানে মামলা করা নারী সেই তৃতীয় স্ত্রী, যিনি ডিভোর্সের পর মামলা করেছেন।

বৃদ্ধের দাবি— তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। পাশে থাকা এক বন্ধু তার বক্তব্যের সমর্থন জানান।

তদন্তকারী কর্মকর্তারা জানান, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে অতীতে আরও কয়েকটি মামলা রয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে রাজধানীর বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন। থানা ভবনের ডরমেটরি, ক্যান্টিনসহ নানা সুবিধা তদারকির পাশাপাশি জনগণের অভিযোগ সরাসরি শুনছেন তিনি। এ পরিপ্রেক্ষিতে শনিবার তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা পরিদর্শনে যান তিনি এবং সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন