মোল্লাপাড়ায় আল্লামা নূরউদ্দীন রহ. মসজিদের পুনর্নির্মাণে ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর স্থাপন

মোল্লাপাড়ায় নূরউদ্দীন রহ. মসজিদের পুনর্নির্মাণে ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের গহরপুর মোল্লাপাড়ায় অবস্থিত 'আল্লামা নূরউদ্দীন রহ. মসজিদ'-এর পুনঃনির্মাণ কার্যক্রম বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাদ জোহর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি স্থানীয়ভাবে একটি ঐতিহাসিক মুহূর্তে পরিণত হয়।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গহরপুরী রহ. এর অন্যতম খলিফা ও বিশিষ্ট আলেম, হযরত মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটি । তাঁর হৃদয়স্পর্শী দোয়ার মাধ্যমে শুরু হয়

ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের।

জানাগেছে, এই মসজিদটি শুধুমাত্র একটি ইবাদতের স্থান নয়; এটি আধ্যাত্মিক এক বাতিঘর। এই মসজিদের সঙ্গে গভীর সম্পর্ক ছিল  বরেন্য বুযুর্গ ও প্রখ্যাত আলেম আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর। তিনি কখনো ইমাম, কখনো মুয়াজ্জিন আবার কখনো মুসল্লি হিসেবে এই মসজিদের সঙ্গে ছিলেন নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত । তাঁর নিরলস খেদমত ও আত্মত্যাগ আজও অসংখ্যা হৃদয়ে গেঁথে আছে। এই মসজিদের পাশেই শায়িত রয়েছেন আল্লামা হযরত গহরপুরী রহ.।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া গহরপুর সিলেট-এর মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজু সাহেবজাদায়ে গহরপুরী। এছাড়াও অনুষ্ঠানে আলেমসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন