নতুন রাজনৈতিক দল ‘জনতার পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল ‘জনতার পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ


বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো নতুন একটি দল—‘জনতার পার্টি বাংলাদেশ’। এই দলের চেয়ারম্যান হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তি শওকত মাহমুদ।

শুক্রবার ( ২৫ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক মন্ত্রী ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম সারোয়ার মিলন।

দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন-রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।

 সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু। সমন্বয়কের দায়িত্বে রয়েছেন নূরুল কাদের সোহেল, সহসমন্বয়কারীরা হলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে সোচ্চার রয়েছেন। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি এ আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত। এবারই প্রথম বারের মতো তিনি সরাসরি রাজনীতির মাঠে নামলেন।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে প্রায় দুই ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যার মধ্যে ‘জনতার পার্টি বাংলাদেশ’ অন্যতম।

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন