তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে ২০ লিটার দুধ দিয়ে গোসল, ভাইরাল ভিডিও

তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে ২০ লিটার দুধ দিয়ে গোসল, ভাইরাল ভিডিও

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দেওয়ার পর ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন রেজাউল ইসলাম। রোববার রাতে তিনি ২০ লিটার দুধ দিয়ে গোসল করে ‘পাপমুক্ত’ হওয়ার দাবি করেন। ঘটনাটি তালতলীর পচাঁকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে ঘটেছে এবং এর ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রেজাউল ইসলাম বড়পাড়া গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে। তিনি জানান, ২০১৯ সালে আঙ্গারপাড়া এলাকার সাথীর সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহ ও স্ত্রী’র ‘মায়ের কুবুদ্ধির’ কারণে সংসারে বারবার অশান্তি সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি।

রোববার বিকেলে ইউনিয়ন পরিষদে উভয়পক্ষের উপস্থিতিতে তালাক সম্পন্ন হয়। এরপর রাত ৯টার দিকে রেজাউল ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। তার ভাষায়, “এই গোসলের মাধ্যমে আমি পাপমুক্ত হলাম। নতুনভাবে জীবন শুরু করতে চাই।”

রেজাউলের বাবা কাঞ্চন হাওলাদার বলেন, “মেয়েটির মায়ের কারণে এই তালাক হয়েছে। এখন আমাদের নাতির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি।”

রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার জানান, “তালাকের পর রাতে তাকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলা হয়েছে।”

ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার বলেন, “দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। অনেক চেষ্টা করেও আপস করানো যায়নি, অবশেষে তালাকই একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়।”

Shah Md Helal

আমি শাহ মোঃ হেলাল, একজন সাংবাদিক এবং বালাগঞ্জের আওয়াজ-এর CEO। প্রতিনিধি দৈনিক কালবেলা ও সবুজ সিলেট। সহসভাপতি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সিলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন