শিরোনাম

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-১৬

 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার সকালে করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছায় দলের প্রথম বহর। এই দলে ছিলেন অধিনায়ক সালমান আলি আগা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ ও ফাহিম আশরাফসহ আরও কয়েকজন ক্রিকেটার এবং কোচিং স্টাফ।

দলের বাকি সদস্যরা একই দিন বিকেলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি সিরিজটি কোনো আন্তর্জাতিক সূচির অন্তর্ভুক্ত নয়; বরং এটি বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আয়োজিত হয়েছে। এর আগে মে-জুনে বাংলাদেশ সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

error: Content is protected !!