শিরোনাম

সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২০২

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-০৬

সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এতে করে চলতি বছরে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে।

এর মধ্যে শুধু অক্টোবর মাসেই ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা অনুযায়ী আক্রান্তের সংখ্যা: সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ২১ জন এবং হবিগঞ্জে সর্বাধিক ১১৫ জন। তবে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ জন রোগী।

অন্যদিকে, করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সিলেট বিভাগে কোনো নমুনা পরীক্ষা হয়নি, ফলে নতুন করে কারও করোনা শনাক্তও হয়নি। এ বছর এ পর্যন্ত বিভাগে মোট ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ জুলাই।

 

error: Content is protected !!