আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী, ১৯৯৬ সালে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকরকে নিয়ে- বালাগঞ্জ উপজেলার ইসলামপুর, হাকিম আলী ও নুরপুর গ্রামবাসীর আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেবর) বাদ মাগরিব উপজেলার বোয়ালজুড় মুকুন্দবাজারে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাইদ আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী তজমুল আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মইনুল বাকর বলেন,
আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই ও ভাতিজা। যেমন করে একজন সন্তান বাবাকে বলে—আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই, তখন বাবা তার ছেলেকে সেই স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগিতা করেন। ঠিক তেমনি আমিও স্বপ্ন দেখি মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ ও দেশকে সেবা করার। এজন্য আপনাদের আন্তরিক দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—কখনো অন্যায়, অনিয়ম কিংবা দুর্নীতির সাথে আপস করব না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন।
তিনি বলেন, কোনো ভালো কাজ শুরু করতে হলে তা নিজ ঘর থেকে শুরু করতে হয়। জনাব মইনুল বাকর এই এলাকার সন্তান, তিনি মানুষের কল্যাণে কাজ করার যে স্বপ্ন ও অঙ্গীকার করেছেন, সেটিকে সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক সাংবাদিক আমিনুল ইসলাম ডানি বলেন,
মইনুল বাকর শুধু একজন প্রার্থী নন, তিনি একজন মানবিক ও সমাজসেবী মানুষ। ২০২৩ সালে যখন দেশে বন্যা ও নানা বিপর্যয় ঘটে, তখন তিনি ইনসাফ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ সহায়তা, দরিদ্রদের আত্মনির্ভরশীল করে তোলার মতো উদ্যোগ তখন তিনি গ্রহণ করেন—যখন নির্বাচন করার কোনো সম্ভাবনাই ছিল না। এটি প্রমাণ করে তিনি সেবামূলক কাজকে প্রাধান্য দেন, রাজনীতিকে নয়।
তিনি আরও বলেন, এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে আমি বলতে চাই—এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের কল্যাণে মইনুল বাকরের বিকল্প নেই।
এছাড়াও সভায় বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস শহিদ কটু মিয়া, সাবেক মেম্বার আব্দুল লতিফ, আব্দুল মালিক, ইসলামুল হক, সালামিন মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট কবির আহমদ বাবর।
সভায় ইসলামপুর, হাকিম আলী ও নুরপুর গ্রামবাসীসহ বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।