সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে চার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪ জনে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে হবিগঞ্জ জেলায়। এখানে মোট ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এদের বেশিরভাগই ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে আক্রান্ত হয়ে হবিগঞ্জে ফিরে এসেছেন।
অন্যদিকে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২৮ জন, মৌলভীবাজারে ২০ জন এবং সুনামগঞ্জে ১৫ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটজন রোগী। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুইজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি আছেন।