সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, হাসপাতালটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসা সেবায় বিদ্যমান সংকটগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, “আমার কাছে মনে হয়েছে চিকিৎসকরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন। তবে লোকবল ও শয্যার তুলনায় প্রায় তিনগুণ রোগীকে প্রতিদিন চিকিৎসা দেওয়া হয়, এ কারণে কিছু সমস্যা থেকেই যায়। সমাধানযোগ্য সমস্যাগুলো আমরা খুঁজে বের করবো এবং সব পক্ষ মিলে সমাধানের চেষ্টা করবো।”
তিনি আরও জানান, হাসপাতালের দালাল চক্র এবং পরিচ্ছন্নতার অভাব একটি বড় সমস্যা। এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। “কোনোভাবেই দালালদের হাসপাতালের ভেতরে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তারা রোগী ভাগিয়ে নিতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
এ সময় জেলা প্রশাসক পার্কিং সংকট নিরসনের আশ্বাস দেন এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান।
পরিচ্ছন্নতার প্রসঙ্গে তিনি বলেন, “কয়েকদিন আগে এসে যতটা অপরিষ্কার দেখেছি, আজ ততটা নয়। হয়তো আমার আগমনের খবর পেয়ে পরিষ্কার করা হয়েছে। তাই ভবিষ্যতে কাউকে না জানিয়ে হঠাৎ আসবো, প্রকৃত অবস্থা বুঝতে।”
তিনি জানান, হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের সেবা আরও উন্নত করা সম্ভব হবে।
রোগীর সঙ্গে অতিরিক্ত স্বজন ভিড় করার বিষয়ে জেলা প্রশাসক বলেন, এটি একটি বড় সমস্যা। এতে চিকিৎসাসেবা ব্যাহত হয়। এ ব্যাপারে সিলেটবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।