শিরোনাম

সিলেটে টানা বৃষ্টিতে নতুন করে বন্যার শঙ্কা, পানিবন্দি লাখো মানুষ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৫-৩১


সিলেটে টানা বৃষ্টিতে নতুন করে বন্যার শঙ্কা, পানিবন্দি লাখো মানুষ


সিলেট অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আবারও বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই গোয়াইনঘাট, জাফলং, কোম্পানিগঞ্জ,  কানাইঘাট  উপজেলার বেশ কিছু নিচু এলাকাসহ বালাগঞ্জ উপজেলার কিছু অংশ  পানিতে তলিয়ে গেছে।

এছাড়া সিলেট নগরীর মদীনা মার্কেট, দরগাহ এলাকা, শিবগঞ্জ, হাউজিং এস্টেট, মেন্দিবাগ, রেলগেইট, দক্ষিণ সুরমা ও মাছিমপুরসহ অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, যানবাহন চলাচলেও নেমেছে স্থবিরতা।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০২২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনো ভোলেননি তারা। এবারও টানা বৃষ্টিতে সেই আতঙ্ক আবার ফিরে এসেছে। তাদের আশঙ্কা, যদি বৃষ্টি এভাবেই অব্যাহত থাকে, তবে ফের বড় ধরনের বন্যার মুখে পড়তে পারে পুরো অঞ্চল।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ভোর ৬টা পর্যন্ত) ৮৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, বৃষ্টির পরিমাণ ক্রমেই বাড়ছে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ৮ মিলিমিটার বৃষ্টিপাত বেড়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা, গোয়াইন, সারি, মনু, ধলাই ও বড়ভাগা নদীর পানি আগামী কয়েকদিনের মধ্যে বাড়তে পারে। এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদী তীরবর্তী ও হাওরাঞ্চল প্লাবিত হতে পারে। ইতোমধ্যে হাওরের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এজন্য স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
error: Content is protected !!