সিলেট নগরীতে টানা দ্বিতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিভিন্ন প্রকার মোট ১০৫টি যানবাহন আটক এবং ৩২টি মামলার নথিভুক্ত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান শুরু হয়। দ্বিতীয় দিনে ব্যাটারিচালিত রিকশা ৬৬টি, সিএনজিচালিত অটোরিকশা ৫টি, লেগুনা ৩টি, মোটরসাইকেল ২৮টি, ট্রাক ২টি ও একটি পিকআপ আটক করা হয়। এগুলো সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হবে।
এদিন ৩২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সিএনজি ১০টি, মোটরসাইকেল ১৭টি, মাইক্রোবাস ১টি, ট্রাক ৩টি এবং একটি পিকআপের বিরুদ্ধে মামলা হয়। মূলত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এসব মামলা করা হয়েছে।
এর আগের দিন (সোমবার) একই অভিযানে ৮৭টি যানবাহন আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়েছিল।