শিরোনাম

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতি: আট ঘণ্টা পরও শুরু হয়নি উদ্ধার অভিযান

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-০৭
ছবি সংগৃহীত

সিলেটে উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনার পর আট ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও এখনো উদ্ধার কাজ শুরু হয়নি। দক্ষিণ সুরমার মোগলাবাজার স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়া ট্রেনের বগিগুলো পড়ে রয়েছে একই স্থানে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন, “আমি তো সিলেট স্টেশনে আছি, বিস্তারিত কিছু জানি না। তবে কিছু সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হতে পারে।”

আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে কি না—এ প্রশ্নের উত্তরে তিনিও নিশ্চিত তথ্য দিতে পারেননি। বরং তিনি জানান, “খুব তাড়াতাড়ি উদ্ধার তৎপরতা শুরু হওয়ার সম্ভাবনা আছে।”

এর আগে সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস দক্ষিণ সুরমার মোগলাবাজার স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে একটি লাইন সচল করা হয়, ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আংশিকভাবে স্বাভাবিক হয়।

 

 

error: Content is protected !!