শিরোনাম

ফ্রান্স প্রবাসী সংগঠক মো. এনামুল হক ও তাঁর পরিবারকে সম্মাননা প্রদান করলো জামালপুর উত্তরপাড়া ইসলামী সংস্থা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-০৭

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর উত্তরপাড়া ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ২টায় স্থানীয় জালালপুর গ্রামে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের সাধারণ সম্পাদক এবং বালাগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মো. এনামুল হককে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় ফ্রান্স প্রবাসী এনামুল হকের পরিবারের ফ্রান্স গমন উপলক্ষে।
মাহফিলে সভাপতিত্ব করেন জামালপুর উত্তরপাড়া ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, সমাজসেবী মো. তজমুল আলী মহরী, আনহার মিয়া, শিরমান উদ্দিন, তাহির আলী, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, শিক্ষক মো. মফিজুল ইসলাম, খন্দকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পাবলুল হক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিল্লুর রহমান জিলু, বর্তমান সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, যুবনেতা সিতাব আলী, শাহ আনছার, সামছি রাহিম, সফুর আলী, শামীম আহমদসহ স্থানীয় প্রবীণ ও তরুণ সমাজের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী মো. এনামুল হকের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁর বড় ভাই মো. তজমুল আলী মহরী।
এছাড়া ফ্রান্সগামী তাঁর সন্তান এহসানুল হক, ইয়ামিনুল হক ও আরিশফা হককেও সংস্থার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে জামালপুর জামে মসজিদের ইমাম মাওলানা ছাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক বিশেষ দোয়া মাহফিল।
মোনাজাতে মো. এনামুল হক ও তাঁর পরিবারের সফলতা, সুস্বাস্থ্য এবং নিরাপদ যাত্রা কামনা করা হয়।

error: Content is protected !!