শিরোনাম

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-২১

সিলেট নগরী ও আশপাশের এলাকায় রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। নগরীর বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের জন্য কম্পন টের পেয়ে অনেকেই দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বের হয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশেষজ্ঞরা জানান, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরা হয়। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং ঝুঁকিপূর্ণ ভবন কিংবা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।

 

 

error: Content is protected !!