সিলেট এখন যেন অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। সূর্যের প্রচণ্ড খরতাপে নগরীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট আবহাওয়া অধিদপ্তর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে গরমের তীব্রতা অনুভূত হয়েছে প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
শহরের ব্যস্ত সড়কগুলোতে অন্যদিনের তুলনায় মানুষের উপস্থিতি ছিলো কম। প্রচণ্ড রোদে অনেকেই বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হননি। যানবাহনের চলাচলও ছিল স্বাভাবিকের তুলনায় কম।
সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষজন। মাথার ওপরে ঝলসানো রোদ আর পায়ের নিচে উত্তপ্ত পিচঢালা রাস্তায় টিকে থাকা যেন এক দুরূহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জিন্দাবাজার এলাকায় কয়েকজন রিকশাচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন গরমে রাস্তায় নামা মুশকিল। রিকশা চালালে শরীর ভেতর থেকে ভেঙে যায়। আগে যতোটা আয় হতো, এখন তার অর্ধেকও হয় না। বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলতো।”
এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, “টানা কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার দুপুর ৩টায় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।”
দাবদাহ কতদিন স্থায়ী হবে, তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানাতে পারেননি আবহাওয়াবিদরা।