শিরোনাম

সিলেটে ৩ মাসের মধ্যেই চালু হচ্ছে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-০২

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই সিলেটে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল চালু করা হবে। এতে সিলেট ও আশপাশের এলাকার ক্যান্সার রোগীদের আর ঢাকায় বা বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। আগামী তিন মাসের মধ্যে এ হাসপাতালের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মীয়মাণ ক্যান্সার ইউনিটের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামসহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল নির্মাণকাজের অগ্রগতি ও সমাপ্তির সম্ভাব্য সময় নির্ধারণ করা। বর্তমানে কাজ দ্রুতগতিতে চলছে এবং আশা করা হচ্ছে আগামী তিন মাসের মধ্যেই ক্যান্সার হাসপাতাল সেবা প্রদান শুরু করবে।

 

error: Content is protected !!