শিরোনাম

সিলেট-তামাবিল মহাসড়কে ঘণ্টাব্যাপী ট্রাক শ্রমিকদের অবরোধ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-২৫

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও বেলচা শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন ট্রাক শ্রমিকরা। এতে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকে বালু-পাথর লোড-আনলোডের কাজে নিয়োজিত বেলচা শ্রমিকদের সঙ্গে ট্রাক চালক ও শ্রমিকদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বেলচা শ্রমিকদের অভিযোগ, ট্রাকশ্রমিকরা প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। এর জের ধরেই তারা মহাসড়ক অবরোধে বসেন।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, শ্রমিকদের বিরোধের কারণে সড়ক অবরোধে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আগামী সপ্তাহে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উভয়পক্ষকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

error: Content is protected !!