শিরোনাম

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় পণ্য, নৌকা ও দুই ট্রাক জব্দ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-২৭
ছবি সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) টানা দুই দিনে একাধিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। এতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি নৌকা ও দুইটি ট্রাক জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার ও সোনালীচেলা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি, মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। একই অভিযানে মদ পরিবহনের দায়ে একজনকে আটক করা হয়।

এছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান চালায়। সেখানে ভারতীয় জিরা, ফুচকা, অরিও বিস্কুটসহ চোরাচালানী পণ্য বহনে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকা।

৪৮ বিজিবি’র অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চলছে। আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য জব্দকৃত মালামালের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

error: Content is protected !!