বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও স্পনসরের বড় অঙ্কের অর্থ বকেয়া রয়েছে। দীর্ঘদিন অপেক্ষার পর এবার এসব বকেয়া আদায়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বোর্ড।
শনিবারের বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, সাম্প্রতিক কয়েক আসরের বকেয়া অর্থ নিয়ে রিভিউ করে হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে। তিনি বলেন, বোর্ডের কাছে পাওনা থাকা ফ্র্যাঞ্চাইজি ও স্পনসরদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি, চুক্তিভঙ্গ সংক্রান্ত চলমান সালিশি কার্যক্রমও অব্যাহত থাকবে।
বিপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিন অর্থ পরিশোধে গড়িমসি করায় আর্থিক ক্ষতির মুখে পড়ছে বিসিবি। তাই লিগের সুনাম ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ক্রিকেট কর্তৃপক্ষ।