শিরোনাম

সিলেটের রশিদপুর গ্যাস ফিল্ডে নতুন গ্যাসের সন্ধান

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৯-১৫

গ্যাস ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেট আবারও নতুন গ্যাসের খোঁজ পেল। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের একটি পুরোনো কূপ (নম্বর-৩) থেকে নতুন করে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এ কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে দুই মাস আগে কূপটিতে ওয়ার্কওভার কার্যক্রম চালায়। সফলভাবে কাজ শেষ হওয়ার পর বিশেষজ্ঞরা ধারণা করছেন, এখান থেকে টানা ১০ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক জানান, কূপটিতে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। তিনি আরও জানান, বর্তমান বাজারদরে (প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা) উত্তোলিত গ্যাসের আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।

অন্যদিকে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, কূপটিতে গ্যাসের চাপ যথেষ্ট ভালো রয়েছে এবং ভবিষ্যতে উৎপাদন বাড়াতে আরও এ ধরনের কার্যক্রম নেওয়া হবে। তিনি জানান, বাপেক্সকে আরও শক্তিশালী করতে নতুন জনবল নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের মোট ১১টি কূপের মধ্যে সাতটি সক্রিয় রয়েছে এবং এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

 

 

error: Content is protected !!