শিরোনাম

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এসিল্যান্ডের গাড়ি চাপায় প্রাণ গেল মদনমোহন কলেজ কর্মচারীর

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-০২

সিলেটের সরকারি মদনমোহন কলেজের অফিস সহকারী আশিষ কুমার দাস বিনয় (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে পূজার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে নিহতের পরিবারে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামের বাসিন্দা আশিষ কুমার দাস মোটরসাইকেলে (সিলেট মেট্রো-ল-১২-০৩৬৬) করে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে চেলারচক এলাকায় পৌঁছালে সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের সরকারি গাড়ি (সুনামগঞ্জ-থ-১০-০০১৩) তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিষ কুমার দাসকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সরকারি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় গাড়িচালক আলবাব হোসেনকে পুলিশ হেফাজতে নেয়। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, “ছাতক উপজেলার এসিল্যান্ডের গাড়ি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। তবে এখনও মামলা হয়নি।”

এদিকে দুর্ঘটনা নিয়ে জানতে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হঠাৎ করে পরিবারের একমাত্র অবলম্বন আশিষ কুমার দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও সহকর্মীদের মাঝে।

 

 

error: Content is protected !!